ওসমানীনগরে সাংবাদিক এনাম চৌধুরীর পিতৃ বিয়োগ

 প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৭:৩১ অপরাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

ওসমানীনগরে সাংবাদিক এনাম চৌধুরীর পিতৃ বিয়োগ


ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলা উছমানপুর ইউ/পির থানাগাঁও গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সিলেট প্রেসক্লাবের সাবেক সদস্য এনামুল হক চৌধুরীর পিতা হাফেজ মাওলানা লুৎফুর রহমান (৮১) আর নেই। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় তিনি বার্ধক্যজনিত অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর  ৩ছেলে,৭মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য শিক্ষার্থী ও রয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় থানাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, গহরপুর জামেয়ার ইসলামিয়ার মোহতামিম হাফেজ মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, সিলেট সংস্কৃতি কেন্দ্রের আহবায়ক জাহেদুর রহমান চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। মাওলানা লুৎফুর চৌধুরী স্থানীয় খয়রাবাদ বাজার জামে মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে ৪৫ বছর ঐ মসজিদের অবৈতনিক ইমাম ও খতিব ছিলেন। ইমামতি পেশার পাশাপাশি তিনি স্থানীয় এলাকায় পল্লী চিকিৎসা করতেন। ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: